ঢাকা,৩০ মে ২০২৪
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতাধীন ( ১. ১. ১) অনুযায়ি স্টেকহোল্ডারের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সম্মেলন কক্ষে দুপুর ২.৩০টায় অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) জনাব ডা. মো. এনামুল কবীর এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক( উপসচিব) ডা. সঞ্জীব সূত্রধর।
এছাড়াও সভায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়সহ চারটি আঞ্চলিক কার্যালয়ের মোট ৩৪ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
তথ্য দপ্তরে অভিযোগ প্রতিকার বিষয়ে স্টেকহোল্ডার গণের সমন্বয়ে সভা অনুষ্ঠিত
৫১