১০
ঢাকা,২৮/১০/২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে সেবা প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মপরিকল্পনা২০২৪-‘২৫ এর অন্তর্ভুক্ত(২.১) এর অধীনে প্রধান কার্যালয় ও আওতাধীন আঞ্চলিক অফিসসমূহের সমন্বয়ে প্রথম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল(২৭/১০/২৪) রোববার তথ্য দপ্তরের সভাকক্ষে সকাল ১০.০০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে উপ-পরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব) এর সভাপতিত্বে আঞ্চ থেকে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।