৩
১৩ – ০২ – ২০২৩ খ্রিঃ তারিখ মৎস্য অধিদপ্তর, হাইমচর, চাঁদপুর ও নীলকমল নৌপুলিশ ফাঁড়ির সম্মিলিত জাটকা রক্ষা অভিযানে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে আনুমানিক ১.৫০ লক্ষ মিটার কারেন্টজাল ও ৫৫ কেজি ছোট সাইজের ইলিশ জব্দ করা হয়। নিষিদ্ধ সময়ে নদীতে মাছ আহরণ করায় ৫ জেলেকে আটক করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ২ জন জেলেকে মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়। অপর ৩ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইন লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।