সামছুল আলম,18/10/21
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলকে স্মরণীয় করে রাখতে শেখ রাসেলের জন্মদিন তথা শেখ রাসেল দিবস পালন করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ৯ টায় দপ্তরের উপ-পরিচালক মো. শেফাউল করিমের নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান ফটকে স্থাপিত শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে দেশ ব্যাপী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
মো.সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়