১৭
রুমিনাল অ্যাসিডোসিস ও কার্বোহাইড্রেট ইনগর্জমেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপটে এই সমস্যা প্রায়ই দেখতে পাওয়া যায়। এটি সাধারণত খাদ্যাভ্যাসজনিত কারণে সৃষ্ট হয়। এটি গবাদি পশুর রুমেনের অসুস্থতা। অতিরিক্ত কার্বোহাইড্রেট ও প্রোটিন জাতীয় খাদ্য খেলে রুমিনাল অ্যাসিডোসিস (Ruminal acidosis) ও কার্বোহাইড্রেট ইনগর্জমেন্ট সমস্যা হতে দেখা যায়। এতে গরুর পেট ফাঁপা ও বদ হজম হতে পারে।
রোগের কারণ
- হঠাৎ করে বেশী পরিমানে পাকা খাদ্য শস্য খেলে।
- হঠাৎ করে খাদ্য অথবা খাদ্য উপাদানের পরিবর্তন করলে।
- গবাদি পশুকে বেশী পরিমাণে ভাত অথবা খুদ খাওয়ালে।
রুমিনাল অ্যাসিডোসিস লক্ষণ
- বদ হজম ও খাদ্য গ্রহণে অনিহা এবং গরুর মাজল শুষ্ক থাকা এ রোগের প্রধাণ লক্ষণ।
- পশু জাবর কাটা বন্ধ করে দেয়।
- গরুর পায়খানা প্রায়ই বন্ধ হয়ে যায়। মল ত্যাগ করলেও তা শক্ত, কালো ও পরিমানে খুব কম হয়।
- রুমেন ফুলে উঠে ও গরুর বাম পাশের ফ্লান্ক টিপলে সেটি শক্ত মনে হয় এবং বসে যায়।
- শ্বাস-প্রশ্বাসের হার বৃদ্ধি পায় এবং ডিহাইড্রেশন হতে দেখা যায়।
- গবাদি পশুর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
এসিডোসিস প্রতিরোধ ও চিকিৎসা
- পশুকে ম্যাগভেট প্লাস/ম্যাগলেক্স ভেট সাসপেনশন নির্ধারিত মাত্রায় সেবন করাতে হবে।
- সোডিয়াম বাই কার্বনেট ইনজেকশন সোডিজেক্ট ভেট / এসবিনেট ইনজেকশন শিরায় প্রয়োগ করতে হবে।
- ডিহাইড্রেশন সংশোধন এর জন্য ২-৩ লিটার নরমাল স্যালাইন গরুর শিরায় প্রয়োগ করতে হবে।