ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১০ জন দুঃস্থ ও অসহায় জেলের মাঝে ১০ টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে উক্ত গরুর বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, মাননীয় সংসদ সদস্য (ভোলা-৩)। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়া হায়দার চৌধুরী, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আজহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা; মহিউদ্দিন পোদ্দার, ভাইস চেয়ারম্যান, তজুমদ্দিন, ভোলা; কহিনুর বেগম শীলা, মহিলা ভাইস চেয়ারম্যান, তজুমদ্দিন, ভোলা; মোঃ ফখরুল আলম জাহাঙ্গীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, তজুমদ্দিন উপজেলা; মোঃ ফজলুল হক (দেওয়ান), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তজুমদ্দিন উপজেলা এবং অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণের সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জেলে বান্ধব সরকার। সরকার ইলিশ সম্পদ সংরক্ষণ এবং জেলেদের জীবন মান উন্নয়নের জন্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় অজুমদ্দিন উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উদ্ভুদ্ধ করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বৈধ জাল বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে। যার মাধ্যমে জেলেদের জীবন মানের সুদূরপ্রসারী উন্নয়ন ঘটবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।