মো.সামছুল আলম
জনগণের জন্য সরকারি বিভিন্ন সেবাকে ভুগান্তিমুক্ত ও সহজ করতে সরকারের প্রকল্প এ টু আই কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপী “সেবা সহজীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় সহজে পৌছে দিতে শনিবার থেকে সোমবার পর্যন্ত সেবা সহজীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় ১০ টি দপ্তর- সংস্থা প্রত্যেকে একটি করে নাগরিক সেবা সহজীকরণের ধারণা করে উপস্থাপন করেন।
কর্মশালার সমাপনী দিনে এ টু আই এর প্রকল্প পরিচালক ও যুগ্ম -সচিব, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন,সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে দক্ষ মানব সম্পদ প্রয়োজন। সরকারের প্রতিটি দপ্তর- সংস্থার কর্মচারিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এ প্রকল্প কাজ করে যাচ্ছে।
৩ দিন ব্যাপী সেবা সহজীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৭
previous post