১০
সামছুল আলম,৩০/১১/২২
সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজে প্রাণিকল্যাণ ও এন্টিমাক্রোবিয়াল রেজিস্ট্যান্ট সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্টিত হয়েছে। ২৭ নভেম্বর( রোববার) ২০২২ ইং তারিখে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক এ বছরের জন্য নির্ধারিত প্রতিপাদ্য “Preventing Antimicrobial Resistance Together”-কে সামনে রেখে বহুমাত্রিক ও বহুপাক্ষিক অংশীদারদের নিয়ে এন্টিমাক্রোবিয়াল রেজিস্ট্যান্ট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাঠ পর্যায়ে যথাযথ প্রয়োগের লক্ষে এ সেমিনার অনুষ্টিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়াহান-নবী এ অনুষ্ঠানের আয়োজন করেন। সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষক ও প্রশাসক ড. মো. আব্দুল ওয়ারেছের ব্যবস্থাপনায় এন্টিমাক্রোবিয়াল মেকানিজম নিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এম.ডি শেষ পর্যায়ে অধ্যয়নরত ফিজিশিয়ান ডা. মোহাম্মদ ইলিয়াসহোসেন, এম.সি.পি.এস। তাছাড়া অনুষ্ঠানে আগত অথিতিদের নিয়ে এন্টিবায়োটিকের ক্যাটাগরি (AWaRe) সম্পর্কে গ্রুপডিসকাশন করান। এতে উপস্থিত শ্রোতামন্ডলী Access, ব্যবহারযোগ্য, Watch, বিশেষ বিবেচনায় ব্যবহারযোগ্য এবংReserve, সংরক্ষিত গ্রুপের এন্টিবায়োটিক সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি তারা এন্টিবায়োটিকের যথাযথ প্রয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে খাজা ইউনুস আলীমেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মকোলজী এন্ড থেরাপিউটিস বিভাগের সহকারী প্রফেসর ডাঃ শতাব্দী ঘোষ এন্টিমাক্রোবিয়াল জীবানুর রেজিস্ট্যান্সি এবং এর প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । ্তাছাড়া জুনোটিক রোগ, যা মানুষ থেকে প্রাণিতে বা প্রাণি থেকে মানুষে ছড়িয়ে পড়ে, তা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আব্দুল ওয়ারেছ। এতে তিনি বলেন, US CDC-এর মতে, জীবানু ঘটিতরোগের ৬০ ভাগেরও বেশি এবং পৃথিবীতে নতুন আবিষ্কৃত রোগগুলোর প্রায় ৭৫ ভাগ এ ধরণের রোগ। তাছাড়া সবচেয়ে বেশী আক্রমণ করে এমন জুনোটিক রোগ যেমন জলাতংক, যক্ষ্মা, তড়কা ও ব্রুসেলোসিস এবং এগুলোর প্রতিরোধব্যবস্থা ও করণীয় নিয়েও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয়পুরস্কারপ্রাপ্ত জনাব মোঃ মামুন বিশ্বাস বলেন, নিজের মূল দায়িত্ব যেমন চাকরি, ব্যবসা বা অন্যান্যের পাশাপাশি সামাজিক কাজ ও দায়বদ্ধতার প্রতি দৃষ্টিপাত করতে আমাদের সকলকে। এছাড়াও, তিনি সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ ও উপজেলাপ্রাণিসম্পদ দপ্তরের সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানের মুলআয়োজক ডা. মো. রায়হান-নবী প্রাণিকল্যাণ নিয়ে বিশেষ করে প্রাণির প্রতি মানুষের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সবাইকেপ্রাণিকল্যান নিয়ে কাজ করার আহবান জানান এবং সরকারের প্রতিনিধি হিসেবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোঃশাহনেওয়াজ আলম, সহকারী অধ্যাপক ডাঃ শেখ এম. এ. মতিন, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক্সবিভাগের সহকারী প্রফেসর ডাঃ উজ্জ্বল কুমার নাথ, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আইসিইউ-এ কর্মরত ডাঃ হাসান শাহরিয়ারসাচি, বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. সাজিদ মাহমুদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ জাকারিয়া হোসেন, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ, খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীও সাংবাদিক বৃন্দ ।