সুন্দরবনের উরুবুনিয়া খালে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বনবিভাগ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়। পরে দুপুর থেকেই তদন্ত কাছ শুরু করেন কমিটির সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক শহিদুল ইসলাম হাওলাদার বলেন, কোন ধরনের পাস পারমিট ছাড়া গোপনে একদল দুর্বৃত্ত কয়েকদিন আগে সুন্দরবনের উরুবুনিয়া খালে বিষ দেয়। দুর্বৃত্তদের দেওয়া বিষে মাছ মরে খালের বিভিন্ন জায়গায় ভেসে ওঠে। খবর পেয়ে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কাটাখালী, শুয়ারমারা ও বরইতলা টহল ফাঁড়ির বনপ্রহরীরা। এ ঘটনায় মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমানকে। অপর দুই সদস্য হলেন জোংড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের ফরেস্টার মিজানুর রহমান।
শহিদুল ইসলাম হাওলাদার আরও বলেন, এরই মধ্যে এ দুর্বৃত্ত চক্রকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এরআগে মঙ্গলবার ভোরে সুন্দরবনের খালে ভাসছে বিষ দিয়ে মারা মাছ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।