সামছুল আলম
২৭/১০/২২
সেবা সহজীকরণ বা ডিজিটাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য দপ্তরের সভাকক্ষে গতকাল (২৬/১০/২২) বুধবার সকাল ৯ টায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট জনাব ইলিয়াস হোসেন। আজ প্রশিক্ষণের দ্বিতীয় দিনে তথ্য দপ্তরের একটি অভ্যন্তরীণ সেবা সহজীকরণ করা হয় , যা বাস্তবায়নের পর ডিজিটাইজেশনের আওতায় আনা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ১১ জন কর্মকর্তা-কর্মচারি।
প্রশিক্ষণ শেষে তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) জনাব এনামুল কবীর বলেন, এ ধরনের প্রশিক্ষণ আমাদের কর্মদক্ষতাকে আরো বৃদ্ধি করবে। পাশিপাশি জনগণ ও দফতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারিগণ বিদ্যমান সেবা স্বল্প সময়ে , কম খরচে ও ভোগান্তিবিহীন গ্রহণ করতে পারবেন।
এছাড়া এই দপ্তরের তথ্য কর্মকর্তা (মৎস্য) জনাব সাজ্জাদ হোসেন বলেন, সরকারের সেবা গুলো জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ইনোভেশন ও সেবা সহজীকরণের কোন বিকল্প নেই। ইনোভেশনের মাধ্যমে সিটিজেন তাদের সেবাগুলো ভোগান্তিবিহীন পাচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে সেবা সহজীকরণ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
১৪