৬৭৮
গবাদি পশুর নিউমোনিয়ার কারণ
- গবাদি পশু বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয়। যেমন- ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাংগাস ইত্যাদি।
- শ্বাসনালীতে খাবার, পানি ও ঔষধ জাতীয় পদার্থ ঢুকলে এসপাইরেশন নিউমোনিয়া রোগ হয়।
- অস্বাস্থ্যকর ও স্যাঁতস্যাঁতে পরিবেশ, বৃষ্টিতে ভেজা, অতিরিক্ত ঠান্ডা ইত্যাদির থেকে এরোগ হতে পারে।
নিউমোনিয়ার লক্ষণ
- অল্প জ্বর ও ঘন ঘন নিঃশ্বাস নেওয়া এ রোগের প্রধান লক্ষণ।
- ঘন ঘন কাঁশি দেয় ও পাঁজরে ব্যাথা পায়।
- নাক দিয়ে সাদা সর্দি বের হতে দেখা যায়।
- আক্রান্ত পশু অনেক সময় কাশতে থাকে।
- আক্রান্ত প্রাণির বুকের মধ্যে গড় গড় শব্দ হয় ও খাওয়া দাওয়া কমিয়ে দেয়।
- শরীরের তাপমাত্রা এক পর্যায়ে কমে যায়, পশু শুয়ে পড়ে এবং শেষে শ্বাসকষ্টে মারা যায়।
প্রতিরোধ ও চিকিৎসা
এন্টিবায়টিক দিয়ে চিকিৎসা করাতে হবে। সেক্ষেত্রে রেজিস্টার্ড ভেটেরীনারি ডাক্তারের পরামর্শে ঔষধ প্রয়োগ করাতে হবে। অধিকাংশ সময় ডাক্তারেরা সেফট্রাইএক্সন অথবা অন্য কোন শক্তিশালী এন্টিবায়টিক ইনজেকশন সাজেস্ট করেন। এছাড়াও জ্বর ও ব্যাথানাশক ঔষধ খাওয়ানোর পরামর্শ দেয়। সেই সাথে কফ রিলিজ করার জন্য ব্রোমোহেক্সিন হাইড্রোক্লোরাইড জাতীয় ঔষধ খাওয়ানোর প্রয়োজন হয়।
সূত্রঃ মিসকাত এগ্রিকালচার