শীতে লেয়ার মুরগির যত্নে খামারিদের করণীয় যা যা কাজ রয়েছে সেগুলো সঠিকভাবে জেনেই লেয়ার খামার পরিচালনা করতে হবে। আমাদের দেশের ডিমের চাহিদা পূরণে লেয়ার মুরগি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেয়ার খামার করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আসুন আজকে জানবো শীতে লেয়ার মুরগির যত্নে খামারিদের করণীয় সম্পর্কে-
শীতে লেয়ার মুরগির যত্নে খামারিদের করণীয়ঃ
১.খামারে যেন অ্যামোনিয়া গ্যাস জমে না থাকে সে ব্যবস্থা নিতে হবে।
২.জৈব-নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করতে হবে।
৩.খাবার ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে।
৪.খামারের চার পাশে ৫-১০ ফুট দূরত্বে ৫ ফুট উচ্চতার নিরাপত্তা বেড়া বা বাউন্ডারি দিতে হবে যেন বাহিরের কোন প্রাণী বা দেশী হাঁস-মুরগী প্রবেশ করতে না পারে। উক্ত বেস্টনী এলাকার ভিতরে মাঝেমধ্যে চুন ছিটিয়ে দিতে হবে।
৫.বাহিরের পাখি যেন খামারে প্রবেশ করতে না পারে সে জন্য যখাযথ ব্যবস্থা নিতে হবে।
৬.মাছি দমন করতে হবে।
৭.নিয়মিত রানীক্ষেত টাইটার পরীক্ষা করে সময়মত টীকা দিতে হবে। অভিজ্ঞ প্রানী চিকিৎসকের পরামর্শে শীতের শুরুতে রানীক্ষেত রোগের কিল্ড ভ্যাক্সিন দিলে টাইটার দীর্ঘদিন ভাল থাকে। মাঝেমধ্যে খাবারের সাথে রসুন ও খাবার সোডা খাওয়ালে খুবই ভাল ফলাফল পাওয়া যায়।
৮.শীতকালে কুসুম গরম পানি খাওয়াতে হবে এবং নিয়মিতভাবে Q-Guard ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করতে হবে।
৯.কুয়াশা জনিত কারণে শ্বাসনালী ও ফুসফুস পরিষ্কার রাখার জন্য হারবাল কফ পরিস্কারক ঔষধ খাওয়াতে হবে।