মাছ চাষে পুকুরের পিএইচ সমস্যা ও লাল স্তর দেখা দিলে করণীয় কি রয়েছে তা মাছ চাষিদের ভালোভাবে জেনে রাখতে হবে। এখনকার দিনে পুকুরে মাছ চাষ ব্যাপকহারে লক্ষ্য করা যাচ্ছে। মাছ চাষের পুকুরে অনেক সময় পিএইচ সমস্যা ও লাল লাল স্তর দেখা যায়। আজ আমরা জানবো মাছ চাষে পুকুরের পিএইচ সমস্যা ও লাল স্তর দেখা দিলে করণীয় সম্পর্কে-
মাছ চাষে পুকুরের পিএইচ সমস্যা ও লাল স্তর দেখা দিলে করণীয়ঃ
পুকুরে পিএইচ সমস্যাঃ
পুকুরের পানিতে পিএইচ কম থাকলে মাছের শরীর থেকে প্রচুর শ্লেষ্মা বেরিয়ে যায় এবং ফুলকা আক্রান্ত হয়। পিএইচ বেশী হলে পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদন কমে যায় এবং মাছের খাদ্য চাহিদা কমে যায়। এ ছাড়া মাছের শরীর খসখসে হয়ে যায়। ফলে মাছ ক্রমে দূর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়।
পিএইচ সমস্যার সমাধানঃ
১। পিএইচ কম হলে সাধারনতঃ শতাংশ প্রতি ১ কেজি হারে চুন ব্যবহার করতে হবে। ডলোমাইট অথবা জিপসাম প্রয়োগ করে পিএইচ মান বাড়ানো যায়।
২। পিএইচ এর মাত্রা বেড়ে গেলে পুকুরে তেঁতুল বা সাজনা গাছের ডাল ৩-৪ দিন ভিজিয়ে তা তুলে ফেলতে হবে।
৩। সরাসরি তেঁতুল পানিতে গুলে প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।
পানিতে লাল স্তর সমস্যাঃ
অনেক সময় মাছ চাষের পুকুরে লাল স্তর লক্ষ্য করা যায়। অতিরিক্ত লোহা অথবা লাল শেঁওলার জন্য পানির উপরে লাল স্তর পড়তে পারে। এর ফলে পুকুরে খাদ্য ও অক্সিজেনের ঘাটতি হয়ে থাকে।
পুকুরে লাল স্তর সমস্যার সমাধানঃ
১। ধানের খড়ের বিচালী বা কলা গাছের পাতা পেঁচিয়ে দড়ি তৈরী করে পানির উপর দিয়ে টেনে তা তুলে ফেলা যায়।
২। ২ থেকে ৩ বার শতাংশ প্রতি ১০০ থেকে ১২৫ গ্রাম ইউরিয়া সার (১০ থেকে ১২ দিন পর পর) ছিটিয়ে দিলে ভাল ফল পাওয়া যায়।
৩। ফিটকিরি (১০০ গ্রাম/শতাংশ) দিলেও পুকুরের লাল স্তর সমস্যায় ভাল ফল পাওয়া যায়।