নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১৭ প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ গরু বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম এসব বাছুর বিতরণ করেন।
সুবর্ণচরে বিকল্প জীবিকার জন্য ১৭ জেলেকে বকনা বাছুর বিতরণ
নোয়াখালী প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম । আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৫ পিএম
সুবর্ণচরে ১৭ প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ। প্রবা ফটো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১৭ প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ গরু বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম এসব বাছুর বিতরণ করেন।
এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের জন্য এমন প্রকল্প প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রীর নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।’
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ সুবর্ণচর উপজেলায় ১৭ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় জেলার বাকি সুবিধাভোগী প্রান্তিক জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।