২২০
গরুকে ঘাস খাওয়ানোর নিয়ম ও পদ্ধতি সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। আমরা গরুর ঘাসের প্রয়োজনীয়তাও অনেক সময় স্বীকার করতে চাই না। আজকের আলচনায় গরুকে ঘাস খাওয়ানোর নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব।
- গরুর মোট খাদ্যের ৬০ ভাগ কাঁচা ঘাস অথবা কাঁচা ঘাস ও খরের মিশ্রণ সরবরাহ করতে হবে।
- ছোট গরুর ক্ষেত্রে ঘাসগুলোকে ২ ইঞ্চি এবং বড় গরুর ক্ষেত্রে ৪ ইঞ্চি সাইজে কেটে খাওয়ানো উচিত।
- দ্রুত বর্ধণশীল ও অধিক নাইট্রোজেন যুক্ত ঘাস কখোনই খাওয়ানো যাবে না।
- ঘাস জমি থেকে কেটে আনার পর হালকা রোদে ১ ঘন্টা রেখে তারপর কেটে কেটে গরুকে খাওয়ানো উচিত।
- গরু মাটির চার ইন্চি উপর থেকে ছিড়ে ক্ষেতে পছন্দ করে। তাই গরুকে কিছু সময় উন্মুক্ত মাঠে চরানো উচিত।
- অথবা গরু যাতে ফ্লোর থেকে খাবার গ্রহন করতে পারে সেই ব্যবস্থা রাখা।
- দীর্ঘ সময় পানিতে ভেজা, পচা ও বাসি ঘাস খাওয়ানো থেকে বিরত থাকুন।
- ঘাসের জমিতে ইউরিয়া সার প্রয়োগের ১০-১৫ দিন পর ঘাস সংগ্রহ করতে হবে।
- প্রতিদিন একটি নির্দিষ্ট মাত্রায় কাঁচা ঘাস খাওয়ান। ঘন ঘন পরিবর্তন বা কম বেশি করা থেকে বিরত থাকুন।