১৫৬
ম্যাগভেট (Magvet) একটি গবাদি পশুর কোষ্ঠকাঠিন্য ও রমিনাল এসিডিওসিস সমস্যার কার্যকরি ঔষধ। ম্যাগভেট ও প্লাস নামক গবাদি প্রাণির ঔষধ টি দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) উৎপাদন ও বাজারজাতকরল করে থাকে। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি প্রাণির জন্য ল্যাকটিক এসিডোসিসও কোষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসায় ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
ম্যাগভেট ঔষধ পরিচিতি
ঔষধের নাম | ম্যাগভেট (Magvet) |
ঔষধের গ্রুপ | রুমেন স্টিমুলেন্ট |
ঔষধের ধরন | লিকুইড সাসপেনশন |
নির্দেশিত প্রাণি | রুমিন্যান্ট- গরু, মহিষ, বাছুর, ছাগল, ভেড়া ইত্যাদি। |
মুল উপাদান ও পরিমান | প্রতি ৫ মিলি এ রয়েছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বিপি- ৪০০ মি.গ্রা. প্লাস- প্রতি ৫ মিলি এ রয়েছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড বিপি- ৩০০ মি.গ্রা. লিকুইড প্যারাফিন ওয়েল- ১.২৫ মিলি |
কাজ বা ব্যবহার নির্দেশনা | কোষ্ঠকাঠিন্য সমস্যায় |
ডোজ/প্রয়োগ মাত্রা/ ব্যবহারের নিয়ম |
শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। গরু/মহিষ: ৫০০ মিলি/ ৫০ কেজি দৈহিক ওজনের জন্য দিনে ২-৩ বার। ছাগল/ভেড়া: ৯০ মিলি / ১০ কেজি দৈহিক ওজনের জন্য দিনে ২-৩ বার। কুকুর: ৫-১০ মিলি বিড়াল- ২-৬ মিলি সরাসরি মুখের ভেতর অথবা ক্যানুলা বা লম্বা সুচের মাধ্যমে রুমেনে প্রয়োগ করতে হবে। অথবা ভ্যাটেরিনারিয়ানের পরামর্শক্রমে খাওয়াতে হবে। |
সতর্কতা | নেই |
প্রতিনির্দেশনা | নেই |
প্রত্যাহার কাল | মাংস এবং দুধ- ০ (শূন্য) দিন। |
প্যাক সাইজ | ৫০০ মিলি বোতল। |
সংরক্ষণ | আলো থেকে দুরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। |
উৎপাদনকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
বাজারজাতকারী প্রতিষ্ঠান | দি একমি ল্যাবরেটরিজ লিঃ (ভেটেরিনারি বিভাগ) |
দাম (খুচরা মূল্য) |
ছাগল, গরু, ভেড়া, কুকুর, বিড়াল ইত্যাদি পশুতে এই গবাদি পশুর কোষ্ঠকাঠিন্যের ঔষধ টি ব্যবহার করা যেতে পারে।