প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ মেলায় নানা উপকরণ নিয়ে থাকছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর।আগামীকাল ২৫ ফেব্রুয়ারি-০১ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা মাঠ, শেরেবাংলা নগর, ঢাকাতে মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করবেন । মেলায় প্রাণিসম্পদ ও মৎস্য খাতের নানা প্রযুক্তির তথ্য সংবলিত বিভিন্ন ধরনের উপকরণ (লিফলেট ও ফোল্ডার) নিয়ে থাকছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর । মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজস্ব স্টলে উপস্থিত থেকে তথ্য দপ্তর প্রাণিসম্পদ ও মৎস্যখাতের নানা তথ্য উপকরণ (লিফলেট ও ফোল্ডার) বিতরণ করবে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে। তথ্য দপ্তর থেকে ইউরিয়া মোলাসেস স্ট্র (ইউ এম এস) তৈরির ফর্মূলা,গরু হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তি,বর্ষা মৌসুমে তাজা ও ভিজা খড় সংরক্ষণ,সবুজ ঘাস সংরক্ষণ (সাইলেজ) প্রযুক্তি সম্প্রসারণ: ঝুরি/ব্যাগ সাইলেজ,উন্নত জাতের ঘাসচাষ প্রযুক্তি সম্প্রসারণ,উন্নত জাতের ঘাস চাষ,গবাদিপশুর সুষম খাবার তৈরীর উপকরণ ও খাওয়ার নিয়মাবলী,হাইব্রিড ভুট্টা চাষাবাদ পদ্ধতি,এবং জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান (২০২১-২০২২) সহ মৎস্য খাতের নানা প্রযুক্তির লিফলেট ও ফোল্ডার পাওয়া যাবে।
এছাড়াও কবুতর পালন ফোল্ডার, গাভী পালন ফোল্ডার, ছাগল পালন ফোল্ডার, গ্রামীন পরিবেশে হাঁস পালন ফোল্ডার, গবাদিপশুর বৈজ্ঞানিক পদ্ধতিতে হৃষ্টপুষ্টকরণ লিফলেট, জাতীয় পুষ্টি সপ্তাহ লিফলেট ২০২২, তড়কা বা অ্যানথ্রাক্স রোগ ও তার প্রতিকার লিফলেট, পবিত্র ঈদুল আযহা ২০২১ উপলক্ষে জিঙ্গেল, মহিষের মাংসের জনপ্রিয়তা বৃদ্ধির টিভিসি, মহিষের জাত উন্নয়নে কৃত্রিম প্রজনন প্রামান্য চিত্র, বঙ্গবন্ধুর সোনার বাংলা মাংস উৎপাদনে স্বয়ংসম্পর্ণ, স্বাদের মাংস, ভেড়ার মাংস টিভি ফিলার, গবাদি পশুর “লাম্পি স্কিন রোগ টিভিসি, তড়কা বা অ্যানথ্রাক্স রোগ ও তার প্রতিকার, উন্নত জাতের গাভী পালুন, বেকারত্ব দূরীকরণ টিভি ফিলার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউট প্রাণিসম্পদ উন্নয়নের সুতিকাগার প্রামাণ্য চিত্র, ডিম-দুধ মাছ-মাংস ক্রয় এখন আর সাধ্যের বাইরে নয় টিভিসি ইত্যাদির উপকরণ ও তথ্য পাওয়া যাবে।