জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলায় অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে ৩৭টি পরিবারের মাঝে বকনা গরুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণী সম্পদ অফিসের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী ছন্দা পালের সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেযর আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছালাম প্রমুখ।
এগ্রিভিউ২৪.কম