আধুনিক পদ্ধতিতে লাভজনক উপায়ে ভেড়া পালনে প্রান্তিক খামারীদের রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে ৪ দিনব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার সরকার প্রমুখ।
প্রশিক্ষণে ২টি ব্যাচে মোট ৬০ জন প্রান্তিক খামারী অংশগ্রহণ করে।প্রশিক্ষণটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর(ইউডিএফ) কর্মকর্তা শাহ মহম্মদ জাকীউল বারী।
প্রশিক্ষণটি দরিদ্র ও অবহেলিত জনগণের আয়বৃদ্ধিমূলক কাজে সহায়ক হবে বলে জানান বক্তারা।
এগ্রিভিউ২৪.কম