সামছুল আলম
‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে “ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১৪/০৩/২৩) সকাল ১০.০০ টায় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র সভাপতিত্বে সভায় এবারের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয় পিরোজপুর সদরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। তাছাড়া ৩১ মার্চ থেকে ০৬ এপ্রিল পর্যন্ত সময়কে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’ এর তারিখ হিসেবে নির্ধারণ করা হয়। এবারের স্লোগান পরবর্তীতে ঠিক করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
সভায় মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন,বাংলাদেশে এক সময় মাছের আকাল ছিলো। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৫২ টি দেশে মাছ রপ্তানি করছে। তাছাড়া মাছ উৎপাদনের সাথে দেশের ১ কোটি ২৫ লাখ লোক প্রত্যক্ষ-পরোক্ষ্যভাবে জরিত হয়ে জীবিকা নির্বাহ করছে।এতে করে দেশের বেকারত্ব দূর করা, উদ্যোক্তা তৈরি করা,আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি গ্রামীন অর্থনীতিকে সচল রাখা সম্ভব হচ্ছে। জাটকা নিধন কর্মসূচি কঠোরভাবে নিতে হবে। কোন অঞ্চলে কোন নেতাও যদি তদবির করে তার বিরোদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,জেলেদের ও দেশের সাধারণ মানুষের স্বার্থে মাছকে বড় হওয়ার সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বলেন,প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করলে আমাদের এ কর্মসূচি সফল হবে।
এছাড়াও সভায় অনলাইন ও অফলাইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ,জননিরাপত্তা বিভাগ,পানি সম্পদ মন্ত্রণালয়,অর্থ মন্ত্রণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়,বাংলাদেশ কোস্ট গার্ড, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি,বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর,সমুদ্র পরিবহন অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর এবং বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ¦তন কর্মকর্তাসহ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি।‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩’ কে সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলেই সুচিন্তিত মতামত প্রদান করেন।