লেয়ার মুরগি পালনে লিটার ব্যবস্থাপনা ও খাদ্য প্রয়োগ নিয়ে খামারিদের বিস্তারিত জানতে হবে। আমাদের দেশে ডিমের চাহিদা পূরণে লেয়ার মুরগি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেয়ার মুরগির খামার করে অনেকেই তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন। আসুন আজকে জানবো লেয়ার মুরগি পালনে লিটার ব্যবস্থাপনা ও খাদ্য প্রয়োগ সম্পর্কে-
লেয়ার মুরগি পালনে লিটার ব্যবস্থাপনা ও খাদ্য প্রয়োগঃ
লিটার ব্যবস্থাপনাঃ
১। লেয়ার খামারের শুকনো মেঝেতে ১ থেকে ২ ইঞ্চি পুরু করে লিটার সামগ্রী বিছিয়ে দিতে হবে। লিটার বিছানোর পর ব্রুডার গার্ড, হোভার এবং হিটিং সরঞ্জাম বসানোর ব্যবস্থাও করতে হবে।
২। খাঁচায় বাচ্চা ব্রুডিং করলে মেঝেতে লিটার বসানোর প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে সরাসরি ব্রুডার খাঁচা স্থাপন করলেই হবে।
৩। লেয়ার মুরগির খামারে কোনভাবেই ভিজা লিটার দেওয়া বা রাখা যাবে না। কোন কারণে খামারের লিটার ভিজা থাকলে খুব দ্রুত সরিয়ে নিতে হবে। তা না হলে সেখান থেকে নানা জটিলতাসহ মুরগির বিভিন্ন রোগ হতে পারে।
৪। লেয়ার খামারে প্রতিদিন লিটার নাড়াচাড়া করে দিতে হবে। খামারের লিটার যাতে জমাট বাঁধতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
লেয়ারের খাদ্যঃ
- লেয়ার মুরগির খামারে প্রথম দুই দিন বিছানো কাগজের উপর গম বা ভূট্টা ভাঙ্গা অথবা চালের ক্ষুদ খাদ্য হিসেবে প্রদান করতে হবে।
- তৃতীয় দিন হতে ছয় সপ্তাহ পর্যন্ত সুষম বা সম্পূর্ণ ষ্টার্টার খাদ্য প্রদান করতে হবে।
- তৃতীয় দিন পাত্রে ষ্টার্টার রেশন দেয়া শুরু করতে হবে।
- চতুর্থ দিন কাগজের উপর খাদ্য দেয়া বন্ধ করে দিতে হবে।