৪
নারায়ণগজ্ঞের সোনারগাঁ উপজেলায় এক ভুয়া পশু চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তাফা মুন্না।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী গোলাম মোস্তাফা মুন্না জানান, সোনারগাঁও পৌরসভার বটতলা বাজার এলাকায় আকবর আলী নামে এক ব্যক্তি গবাদি পশুর চিকিৎসক হিসেবে চিকিৎসা দিয়ে আসছেন। কোনো প্রকার সনদ ছাড়া চিকিৎসক উপাধি নিয়ে দীর্ঘদিন মানুষের সাথে প্রতারণা করে আসছে। ভিজিটিং কার্ডে নিজেকে চিকিৎসক লেখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও অঙ্গীকারনামার মাধ্যমে সতর্ক করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আছাবুর রহমান, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা তাবারক হোসেন ও পুলিশ ফোর্স।