সামছুল আলম, ৫ সেপ্টেম্বরঃ
তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তথ্য অধিকার বিষয়ক ২০২৩-২৪ অর্থ-বছরের বার্ষিক কর্মপরিকল্পনার ২.৩ এ বর্ণিত কাজের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর ৩০ আগস্ট (বুধবার) ২০২৩ খ্রিস্টাব্দে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় লফিলটে বতিরণ কর।ে
তথ্য অধিকার আইন ও বিধিবিধান বিষয়ক লিফলেট বিতরণ প্রচার কার্যক্রম রাজশাহীর রেলওয়ে স্টেশন, পদ্মার পাড় মুক্তমঞ্চ, রাজশাহী টি বাধ এলাকা ও বাস স্ট্যান্ড এলাকায় বিকাল ৪.০০ ঘটিকা হতে ৬.০০ ঘটিকা পর্যন্ত চলে। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক (উপসচিব) ডা. সঞ্জীব সূত্রধর এর এর নেতৃত্বে প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিস রাজশাহীর মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী। সরকারি অফিস থেকে এ ধরনের উপকারী লিফলেট বিতরণ দেখে উচ্ছ্বসিত হন উপস্থিত জনতা। তারা এ ধরনের লিফলেট পেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রশংসা করেন।
রেলস্টেশন এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন বলেন, সরকারি অফিস থেকে সহজে ঘরে বসে তথ্য পাওয়ার উপায় সম্পর্কে জানতাম না। এই প্রথম এমন ধরনের লিফলেট পেলাম। লিফলেট এর মাধ্যমে জানতে পারলাম সহজে কিভাবে ঘরে বসে যে কোন সরকারি অফিস থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এ প্রক্রিয়াটি সহজ মনে হচ্ছে। এ ধরনের প্রচার কার্যক্রম জনগণের কল্যাণের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। তথ্য দপ্তরের এ ধরনের কাজকে আমি ধন্যবাদ জানাই। মুক্তমঞ্চ এলাকার বাসিন্দা বিলাশ পাল বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের এ ধরনের প্রচার কার্যক্রমের ফলে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণ আরো বেশি জানতে পারবে, ফলশ্রুতিতে সরকারি কাজে আরো জবাবদিহিতা আসবে এবং জনগণ হয়রানি হতে রেহাই পাবে। এতে দেশ আরো এগিয়ে যাবে।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের “তথ্য অধিকার আইন বিষয়ে” রাজশাহীতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
১৫
previous post