সামছুল আলম,২৮/৯/২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মৎস্য ও প্রাণিসম্পদ মন্রণালয়ের উদ্যোগে সকল দপ্তর সংস্থার ইনোভেশন টিমের সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট,কক্সবাজার এর সম্মেলন কক্ষে আজ(বৃহস্পতিবার) সকাল ৯.১৫ ঘটিকায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ কর্মশালা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(পরিকল্পনা) ও চিফ ইনোভেশন অফিসার জনাব মো. তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
কর্মশালার শুরুতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব সাধন চন্দ্র সরকার ও মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট জনাব মো. ইলিয়াস হোসেন। সাধন চন্দ্র সরকার তার প্রবন্ধ উপস্থাপনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশের ৪ টি স্তম্ব নিয়ে আলোচনা করেন। অন্যদিকে সিস্টেম এনালিস্ট ইলিয়াস হোসেন স্মার্ট ও সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকল দপ্তর সংস্থায় ২০২৫ সালের মধ্যে স্বল্প মেয়াদী কর্মপরিকল্পনা,২০৩০ সালের মধ্যে মধ্য মেয়াদী কর্মপরিকল্পনা এবং ২০৪১ সালের মধ্যে দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নের জন্য বলেন। প্রবন্ধ উপস্থাপনা শেষে মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত অংশগ্রহণকারীরা। মুক্ত আলোচনায় বিশেষ করে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ও ইনোভেশন অফিসার ড. মো.আবু সুফিয়ান, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও ইনোভেশন অফিসার অজিত কুমার পাল, বিএফডিসির পরিচালক ও ইনোভেশন অফিসার অদৈত চন্দ্র দাস এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপরিচালক ডা. সঞ্জীব সূত্রধরসহ আরো অনেকেই মূল্যবান মতামত প্রদান করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. নাহিদ রশীদ বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে বিভিন্ন ইনোভেশন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এর জন্য প্রশিক্ষণ ও প্রচারণার আয়োজন করতে হবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ যেন স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থাকে সে জন্য আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এছাড়াও তিনি বলেন, ইনোভেশন হবে হ্যাসেল ফ্রি। এর মাধ্যমে সেবা প্রদানকে সহজ করতে হবে। পাশাপাশি পূর্বের চেয়ে বর্তমান সেবায় ভ্যালূ এড করতে হবে।
অন্যদিকে অনুষ্ঠানের সভাপতি বলেন,জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হলে বর্তমানে ডিজিটাল প্লাটফর্ম ফেসবুক ,ইউটিউবসহ সকল প্রচার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদের সকল প্রযুক্তি ও ইনোভেশন এর প্রচার করতে হবে। পাশাপাশি টকশোতে এসব বিষয় তুলে ধরতে হবে। এছাড়া তিনি বলেন,একজন মানুষ তখনই ইনোভেটিব হবে যখন সে ঐ কাজ করে আত্মতৃপ্তি লাভ করবে।
কর্মশালায় অংশগ্রহণ করেন মন্ত্রণালয়সহ সকল দপ্তর- সংস্হার প্রধানগণ ও ইনোভেশন টিমের ৪০ জন সদস্য।