মো. সামছুল আলম
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের উন্নয়নমূলক কর্মকান্ডের উপর প্রকাশিতব্য খসড়া বার্ষিক প্রতিবেদন এবং ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১৫ বছরে মন্ত্রণালয় ও সকল দপ্তর সংস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও নির্দেশিত প্রকল্পসহ রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় বাস্তবায়িত সকল প্রকল্প/কর্মসূচি বিশেষকরে উদ্ভাবন ও ডিজিটালাইজেশন সম্পর্কিত ‘উন্নয়ন অগ্রযাত্রা: ২০০৯-২০২৩ শীর্ষক প্রকাশিতব্য বই এর খসড়া চূড়ান্তকরণ এর ওপর কর্মশালার আয়োজন করা হয়। আজ (রোববার)সকাল ১০ ঘটিকায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব) এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ, অতিরিক্ত সচিব (প্রশাসন), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আবদুর রহমান , উপসচিব (প্রশাসন-১ অধিশাখা), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর।
কর্মশালায় প্রধান অতিথি নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের কাজটি মন্ত্রণালয়ের পক্ষে প্রতিবছর অত্যন্ত সুনিপুণভাবে সম্পাদনার পাশাপাশি প্রকাশনার কাজ করে তথ্য দপ্তর। এবছর সরকারের বিগত ১৫ বছরের (২০০৯-‘২৩) উন্নয়নমূলক কর্মকান্ডের উপর “উন্নয়ন অগ্রযাত্রা: ২০০৯-২০২৩” শীর্ষক যে বইটি বের হচ্ছে সেটিও অত্যন্ত সূচারুভাবে কাজ করছে। এতে করে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা,খামারী ও চাষী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল উপকারভোগী এটি থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য পাবে। ফলে মৎস্য ও প্রাণিসম্পদখাত আরো সম্মৃদ্ধ হবে।
এছাড়া কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ।