স্টাফ রিপোর্টার, বরিশাল
প্রকাশিত: ২১:৪২, ১৮ অক্টোবর ২০২৩
আড়িয়াল খাঁয় ইলিশ শিকারের জন্য জাল পেতে অপেক্ষায় জেলেরা
দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিবছরের ন্যায় এবারো ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে সরকারি এ নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি জেলার গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর এলাকায়।
নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যেই মা ইলিশ নিধনে মরিয়া হয়ে উঠেছে অসাধু জেলেরা। বুধবার সকালে সরেজমিনে আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর এলাকা ঘুরে দেখা গেছে, প্রকাশ্যে মা ইলিশ নিধনের চিত্র। অভিযানের মধ্যেও নদীতে জাল ফেলে মা ইলিশ শিকারে ব্যস্ত অসাধু জেলেরা।
জানা গেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আড়িয়াল খাঁ নদীর মিয়ারচর এলাকায় প্রতিদিনই ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। উপজেলা মৎস্য অফিস থেকে ঢিলেঢালা কিছু অভিযান পরিচালনা করা হলেও তা কোনো কাজেই আসছেনা। এ বিষয়ে গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার বলেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে মৎস্য বিভাগ নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।