রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কাপ্তাইয়ের বাস্তবায়ন ৩ দিনব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লা আল হাসান।
৩ দিনব্যাপী প্রশিক্ষণে ২০ জন মৎস্য চাষী অংশ নিচ্ছেন।
সূত্র: এশিয়ান অনলাইন টিভি