১
ফরিদপুরের চরভদ্রাসনে নিবন্ধিত ২০ জন জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুর ১২ টার পরে উপজেলা পরিষদ চত্তরে এ বাছুরগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেষ্ঠ সহকারী পরিচালক বিজন কুমার নন্দী, উপজেলা মৎস কর্মকর্তা (অতি:দা:) এসএম মাহমুদুল হাসান, উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা মো: জুয়েল রানা প্রমূখ।
মাহমুদুল হাসান বলেন, এ প্রকল্পের আওতায় এ উপজেলায় মোট ৪৫ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হবে। প্রথম ধাপে ২০ জনের মাঝে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বাকিদের মাঝে বাছুর বিতরণ করা হবে।