মাছ চাষে কিছু সাধারণ সমস্যার মধ্যে অন্যতম সবুজ স্তর পড়ে মাছ চাষ ব্যাহত হয়ে থাকে। আজকের আলোচনা পানির উপর সবুজ স্তর নিয়ে।
অতিরিক্ত সবুজ শেওলা হাওয়াতে এ সমস্যা দেখা যায়। এর ফলে মাছের শ্বাস কষ্ট হয় হয় ও মাছ পানির উপর খাবি খেতে থাকে। শেওলা পচে পরিবেশ নষ্ট হয়। মাছ ও চিংড়ির মৃত্যু হয়।
প্রতিকার ব্যবস্থা: পাতলা সুতি কাপড়/কলাগাছের শুকনো পাতা দিয়ে দড়ি বানিয়ে সবুজ স্তর অপসারণ করা যায়। ক্ষুদিপানা প্রয়োগ করা যেতে পারে। সার ও খাদ্য দেওয়া সাময়িক বন্ধ রাখতে হবে। প্রয়োজন হলে ১০% পানি পরিবর্তন করা। প্রতি শতাংশে ১ কেজি চুন প্রতি ফুট গভীরতায় প্রয়োগ করতে পারেন। শতাংশে ০২ থেকে ০৩ টি সিলভার কার্প ছেড়ে জৈবিক ভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে বা অতিরিক্ত হলে একর প্রতি ৬ ফুট গড় গভীরতায় অ্যাকোয়াক্লিন ১/২-১ লি. প্রয়োগ করা যেতে পারে।এই সাধারণ সমস্যার ক্ষেত্রে তুতে ভালো কাজ করে।
বিস্তারিত জানতে আপনার নিকটস্থ মৎস্য অফিসে যোগাযোগ করবেন।
খালেক হাসান
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা।