৫৫
মাডস্কিপার মূলত উভচর প্রাণী। এদের ডাহুক মাছও বলা হয়। এরা মূলত স্বাদু পানির মাছ। এদের প্রধান আবাসস্থল জোয়ার-ভাটা সমৃদ্ধ স্থান। বাংলাদেশের নাফ নদী, মহেশখালী এবং সুন্দরবন অঞ্চলে এদের প্রচুর পরিমাণে দেখা যায়। মাডস্কিপাররা তাদের বক্ষদেশে থাকা পাখনার সাহায্যে মাটিতেও দৌড়ানোর মতো করে চলতে পারে। ভাটার সময়ে চলতে পারে কাদামাটিতেও। ইন্দো প্যাসিফিক অঞ্চল, আফ্রিকা মহাদেশ সংলগ্ন আটলান্টিকের তীর, ভারত এবং ফিলিপাইনে এদের দেখা মেলে। সিজিটিএন।