ঢাকা,১৪/১১/২৩
দপ্তর-সংস্থার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা,২০২৩-২৪ অর্থবছরের ১.৪ এর কার্যক্রমের আওতায় শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ/ মতবিনিময় সভা আয়োজন উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে দিনব্যাপী শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে উপপরিচালক( উপসচিব) ডা. সঞ্জীব সূত্রধর-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম।
সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে ২০১২ সালে প্রণিত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দপ্তর-সংস্থার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা, ২০২৩-২৪ অর্থবছরের ১.৪ এর কার্যক্রমের আওতায় শুদ্ধাচার সংক্রান্ত ২ টি প্রশিক্ষণ/ মতবিনিময় সভা আয়োজনের লক্ষ্যমাত্রা রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের ১ম অর্ধবার্ষিক এর দ্বিতীয় কোয়ার্টারে এ দপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা আঞ্চলিক অফিসের ৩৪ জন কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মতস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মতস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
০১৭৪৬৭৪৯০২০