১৮৬
হাঁস মুরগির রোগ সমূহের উপর খামারির পূর্ণ ধারণা থাকলে খামারি সহজেই খামার কে রোগ মুক্ত রাখতে পারে। মুরগির রোগ পরিচিতি ও চিকিৎসা পদ্ধতি সকলেরই জানা থাকা দরকার।
মুরগির মিনারেলের অভাবজনিত লক্ষণ ও চিকিৎসা
মুরগির মিনারেল এর অভাবজনিত রোগের লক্ষণ ও চিকিৎসা। মুরগির শরীরে মিনারেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। মুরগির খাদ্যের মাধ্যমে তার জন্য দরকারি মিনারেলের সরবরাহ রাখতে হবে। মুরগির মিনারেলের অভাব থাকলে খামার থেকে আশানুরুপ উৎপাদন আসবে না এবং মুরগি বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হবে।