১
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। গতকাল সকাল ৮টার দিকে পদ্মা ও যমুনার মোহনায় ধুলশিরা এলাকায় জেলে বাসুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে। এরপর সেটি দৌলতদিয়া ফেরিঘাটের কেসমত মোল্লার আড়তে নিলামে বিক্রি করা হয়। নদীর এ পাঙাশটি ৩১ হাজার ৯০০ টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
সূত্রঃ বনিক বার্তা।