সামছুল আলম (১৫/৬/২৩)
অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০২২-২৩ এ ২.১.১ এর আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা আঞ্চলিক অফিসসমূহের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন বুধবার সকাল ৯.০০ টায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা আঞ্চলিক অফিসের মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর অনুষ্ঠানের সূচনা করে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রশিক্ষক শাহীনা ফেরদৌসীকে প্রশিক্ষণ শুরু করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানের প্রশিক্ষক হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহীনা ফেরদৌসী বলেন, আমরা যারা সরকারি চাকরি করি সবাই কোন না কোন আইনের আওতায় আবদ্ধ। অফিসের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং দাপ্তরিক নিয়ম শৃঙ্খলা সম্পর্কে আরো সচেতন হতে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রশিক্ষণে অংশগ্রহণকারি সকলকে সচিবালয়ের নির্দেশমালা পড়ার জন্য অনুরোধ করেন।
প্রশিক্ষণের সমাপনী পর্বে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর প্রশিক্ষণের প্রশিক্ষক ও প্রশিক্ষণে অংশগ্রহণকারি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
৩