মো: মেহেদী হাসান (বরিশাল)
“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার (২৫ই,জুলাই) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তন সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বরিশালে র্যালি,বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩এর শুভ উদ্ধোধন করেন বরিশালের নবগত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), মোঃ শওকত আলী,বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম,বরিশাল নবগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম,বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড. নুরে আলম সহ বিভিন্ন কর্মকর্তাগণ।
বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল মৎস্য অধিদপ্তরের তত্বাবধানে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার খান মোঃ শওকত আলী,বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড.নুরে আলম,সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস। এছাড়া আরো বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ সেলিম হাওলাদার। আলোচনা সভায় সুচনা বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
আলোচনা সভায় নৌবাহিনী,কোষ্টগার্ড,নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস সহ বিভিন্ন মৎস্যজীবী পেশায় সংশ্লিষ্ট জড়িত সদস্যরা অংশ গ্রহন করে।
এর পূর্বে বরিশাল জেলা প্রশাসক কার্যলয় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার,জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ এক বণ্যাঢ্য র্যালি বেড় করে। র্যালি নগরীর বিভিন্ন জনবহুল সড়ক এলাকা প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রঙ্গনে এসে শেষ হয়।