“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীতেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। ২৪ জুলাই শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপনের অংশ হিসেবে আজ ২৫ জুলাই রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহী বর্ণাঢ্য র্যালি ও উদ্ভোধনী আলোচনা সভার আয়োজন করে।সকাল ১০ ঘটিকায় র্যালিটি নভোথিয়েটার হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
সেখানে প্রধান অতিথি,সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ কর্তৃক বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। র্যালি শেষে রাজশাহী শিল্পকলা একাডেমির হলরুমে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী। প্রধান অতিথি মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন এর অনুপস্থিতিতে সম্মানিত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ; জনাব মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ; জনাব মোঃ কামরুল হাসান, প্রকল্প পরিচালক, রাজশাহী বিভাগে মৎস্য উন্নয়ন প্রকল্প, রাজশাহী।উক্ত আলোচনা সভায় সম্মানিত আলোচকবৃন্দ বাংলাদেশের সার্বিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান তুলে ধরেন এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট ফিসারিজ সেক্টর বিনির্মানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কর্তৃক হযরত শাহমুখদুম (রহঃ) মাজার শরীফ সংলগ্ন পুকুরে ৪০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।