১৬
চট্টগ্রাম বিভাগের মৎস্য সম্পদের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালা।
সন্মেলন কক্ষ
মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা
সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ও চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মহোদয় ও জেলা উপজেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় অনলাইনে সরাসরি উপস্থিত ছিলেন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুযোগ্য মন্ত্রী মহোদয় জনাব মো. শ ম রেজাউল করিম।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় ডা. নাহিদ রশীদ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীর ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।
মৎস্য অধিদপ্তর, কুমিল্লার সম্মানিত উপপরিচালক মহোদয় বক্তব্য রাখেন এবং মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও আগামী সম্ভাবনা তুলে ধরেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উপস্থিতে সাংবাদিক, মৎস্য কর্মকর্তাদের মৎস্য সেক্টরে নানাবিধ অসুবিধা মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপন করার সুযোগ করে দেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডা. নাহিদ রশীদ
মৎস্য সম্পদের অপার সম্ভাবনা রয়েছে অতি গুরুত্বপূর্ণ কথা বলেন ও মন্ত্রী মহোদয় চট্টগ্রাম বিভাগের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা শুভ উদ্বোধন করেন। প্রচারে: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস, কুমিল্লা