ঢাকা, ৩১/০৮/২৩
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণের সভা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের সমন্বয়ে সভা প্রশিক্ষণ কক্ষ, প্রাণিসম্পদ দপ্তর (মেট্রো) গোয়ালিয়া, রাজশাহী কার্যালয়ে বুধবার (৩০ আগস্ট ২০২৩) সকাল ১০.০০ ঘটিকায় শুরু হয়ে দিনব্যাপী এই সভা সমূহ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক (উপসচিব) ডা. সঞ্জীব সূত্রধর। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও রাজশাহী আঞ্চলিক অফিস,সাংবাদিক,চাষী-খামারী ্ও অন্যান্য স্টেক হোল্ডারসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। সভায় ডেইরী খামারী জনাব মোঃ হুমায়ুন কবীর, গাভী পালন বিষয়ে প্রশ্ন করলে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্চীব সূত্রধর, সাবলীল ভাষায় পরামর্শ প্রদান করেন। অংশীজনদের মধ্যে ডেইরী খামারী মোছাঃ সেলিনা বেগম গবাধী পশুর টিকা নিয়ে প্রচার, প্রচারণা, উঠান বৈঠক ও সভা করার পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও সভায় আগত অন্যান্য অংশীজনেরা রোগ-বালাই, নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তি, নিরাপদ মৎস্য ও প্রাণীজ পণ্য উৎপাদন বিষয়ে ক্রোড়পত্র, লিফলেট, পোস্টারসহ বিভিন্ন প্রচার মাধ্যমের দ্বারা প্রচারের পরামর্শ প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সর্দার মহিউদ্দীন, সিনিয়র সহকারী পরিচালক, উপপরিচালকের দপ্তর, মৎস্য অধিদপ্তর, রাজশাহী, ড. জুলফিকার মোঃ আক্তার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী, ডা. মোঃ হারুন-অর-রশীদ, ভেটেরিনারি অফিসার, জেলা ভেটেরিনারি হাসপাতাল, রাজশাহী, মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা, রাজশাহী, ডা. ফজল রাব্বী, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী, তৎথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানম, মৎস্য ্ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর।