৪৮
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নের নিমিত্ত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স সভা আজ ২০ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এছাড়া সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদসহ নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্ট গার্ড, বিমান বাহিনী , র্যাব, পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর-সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।