গন্ধগোকুলটি বন ছেড়ে লোকালয়ে ঢুকে আটকে পড়লে শনিবার রাতে এটিকে বনে ছেড়ে দেন বন বিভাগের কর্মীরা।
কমলগঞ্জ পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর বাড়ি থেকে শনিবার রাত ৯টার দিকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘প্রাণীটি সুস্থ থাকায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যায় শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর ঘরে দৌড়ে ঢুকে পড়ে গন্ধগোকুলটি। পরে বাড়ির লোকজন মাছ ধরার জাল দিয়ে সেটা আটকে স্থানীয় কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মনজুর আহমদ আজাদ মান্নাকে অবগত করলে মান্না বিষয়টি মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান।
ওই সময় মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল শনিবার রাতে প্রাণীটিকে উদ্ধার করে।
জীববৈচিত্র্য রক্ষা কমিটির কমলগঞ্জের সভাপতি মনজুর আহমদ আজাদ মান্না বলেন, ‘আমাকে শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী জানানোর পর বিষয়টি বন বিভাগকে জানাই। আর শিক্ষককে বলি তারা যেন এটিকে আঘাত না করেন।’
তিনি বলেন, ‘প্রাণীটির বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus। এরা নিশাচর প্রাণী। মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।’
সূত্র: নিউজবাংলা২৪.কম