ঢাকা,১২ ডিসেম্বর ২৩;
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক, ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব) গতকাল ( সোমবার) ১১ ডিসেম্বর ২৩, আঞ্চলিক দপ্তর, কুমিল্লা পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে আঞ্চলিক দপ্তর, কুমিল্লায় বেলা ১১:০০ ঘটিকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুমিল্লা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও), জনাব চন্দন কুমার পোদ্দার, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), জনাব মো. বেলাল হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা, জনাব লিমা আক্তারসহ আঞ্চলিক দপ্তরের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় ডিএলও, ডিএফও তথ্য দপ্তরের কাযর্ক্রমকে গতিশীল করার জন্য তাঁদের মতামত ব্যক্ত করেন। উপপরিচালকও তথ্য দপ্তরেরর কাযর্ক্রমকে আরো গতিশীল ও জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য জেলা পর্যায়ের এ দুজন শীর্ষ কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। এছাড়া অফিস আঙ্গিনা নিয়মিত পরিষ্কার রাখা, প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, পুরাতন আসবাব নিলামের মাধ্যমে বিক্রি, বরাদ্দকৃত বাজেট মাস অনুযায়ী খরচ করা, বরাদ্দ রেজিস্ট্রার কোড ও কলাম অনুযায়ী লিপিবদ্ধ করা, সম্প্রসারণ বিষয়ক তথ্য হালনাগাদ করা, একটি ফটো গ্যালারি নির্মাণ, বার্ষিক প্রতিবেদনসহ বিভিন্ন বই সংরক্ষণের জন্য একটি আলমিরা ক্রয়ের জন্য সহকারী তথ্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন তথ্য দপ্তরের উপপরিচালক । তাছাড়া তথ্য দপ্তরের এ আঞ্চলিক কার্যালয়টি মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কাছাকাছি নিচতলায় ভাড়া নেয়ার জন্য ডিএলও ও ডিএফওদের অনুরোধ জানান।