২৬
ঢাকা,১ জানুয়ারি ২৪
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. নাহিদ রশীদ এর আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ (০১ জানুয়ারি) সোমবার। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১.০০ ঘটিকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মন্ত্রণালয়াধীন সকল দপ্তর- সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে সংস্থা প্রধানগণ সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। বিদায়ী সচিবের সমাপনী বক্তব্যের পর ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়