সামছুল আলম (২৫/০১/২৪)
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর (৬.১) অনুযায়ী দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫জানুয়ারি) সকাল ৯.০০ ঘটিকায় শুরু হয়ে দিনব্যাপী এ কর্মশালা মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা আঞ্চলিক অফিসের মোট ২৬ (ছাব্বিশ) জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. এ.টি.এম. মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ হলো জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ে তোলার এক প্রত্যয়। তিনি বলেন, এখন পর্যন্ত কোন সরকার প্রধান পুরো দেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেননি; যেটি আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। আর এ কনফিডেন্স দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী।
এছাড়া দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও (উপসচিব) ডা. অমিতাভ চক্রবর্তী, জনাব আবু সালেহ মো. মাহফুজুল আলম ( উপসচিব), কনসালটেন্ট, এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট জনাব মো. ইলিয়াস হোসেন।
কর্মশালার সমাপনী পর্বে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক(উপসচিব), ডা. সঞ্জীব সূত্রধর প্রশিক্ষণের প্রশিক্ষক ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা অনুষ্ঠিত
১৮