২৩/০১/২০২৪ খ্রি. তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা থেকে ২ জন কর্মচারী খামার পরিদর্শন করার জন্য ঢাকা জেলার, সাভার উপজেলার, আমিন বাজার নামক স্থানে ১টি গাড়ল পালন খামার পরিদর্শন করেন। পরিদর্শন কালে খামারিকে পরামর্শ প্রদান করেন মো. খাদেমুল ইসলাম, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, এবং খামারির ছবি ও ভিডিও ধারণ করেন মো. সামিউল ইসলাম, অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর ।
মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন আব্দুল হান্নান। তিনি একজন ব্যবসায়ী। আমিন বাজারে তার কাপরের ব্যবসা রয়েছে। ব্যবসার পাশা পাশি পশু পালনের শখ তার। এই শখ থেকেই ২০১৯ সালে গাড়ল পালন শরু করেন। এর আগে নেন প্রশিক্ষন। আমিন বাজার এলাকার গ্রামের বাড়ির পাশে করেন গাড়ল খামার। গাড়ল একটি ভেড়ার উন্নত জাত। গাড়ল দেখতে ভেড়ার মতো লাগলে ও আকারে ভেড়ার চেয়ে কিছুটা বড়। হান্নান বলেন গাড়ল সাধারনত ৭-৮ মাস পরপর একটি করে বাচ্চা দিয়ে থাকেন। খুলনা থেকে ২০ টি গাড়ল কিনে ২০১৯ সালে ২,০০,০০০ টাকা ব্যয়ে খামার শুরু করেন। গাড়ল কিনতে তার খরচ হয় ১,২০,০০০ টাকার মতো। খামারসহ অবকাঠামো তৈরীতে খরচ হয় ৮০,০০০ টাকা। ঘাসের চাহিদা মেটাতে ৩০ শতাংশ জমিতে লাগান নেপিয়ার ঘাস। বর্তমানে হান্নারের খামারে ৪০ টি গাড়ল আছে এর মধ্যে বাচ্চা আছে ১৫ টি । কোরবানী ঈদের সময় ১০ টি খাসি গাড়ল বিক্রি করেন। ১০ টি খাসি গাড়ল ২০,০০০ টাকা দরে মোট ১,০০,০০০ টাকায় বিক্রি করেন। হান্নানের খামারে ২ জন কর্মচারী কাজ করেন। কর্মচারী ২ জন জানান হান্নান ভাইয়ের গাড়ল গুলোকে মাঠে নিয়ে যাই, তাদের খাবার দেয়া সহ দেখা শোনা করি। খামার পরিস্কার, পরিছন্নতা করি। কর্মচারীর বেতন সর্ম্পকে হান্নান জানান ১০,০০০ টাকা করে ২ জন কর্মচারীর বেতন ২০,০০০ টাকা দিতে হয় প্রতিমাসে।
খামার থেকে হান্নানের খাবার ,মেডিসিন, কর্মচারীর বেতন , সব মিলে বাৎসরিক ব্যয় হয় ৪,০০,০০০ টাকা। খামারের আয় সর্ম্পকে তিনি বলেন খাবার, মেডিসিন, কর্মচারীর বেতন সব দিয়ে আয় হয় ২,০০,০০০ টাকা।
সহযোগীতা সর্ম্পকে আব্দুল হান্নান জানান খামারে গাড়ল রোগাক্রান্ত হলে উপজেলা প্রাণিসম্পদ অফিস এ যোগাযোগ করেন এবং প্রাণিসম্পদ অফিস বিভিন্ন সহযোগীতা করেন। পরিশেষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস ঢাকা থেকে আব্দুল হান্নান সাহেবকে গাড়ল পালনের সুস্ঠু পরামর্শ সহ গাভী পালন, ছাগল পালন, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণ, গবাদি পশুর সুষম খাদ্য তৈরীর উপকরণ ও খাওয়ানের নিয়মাবলী, উন্নত জাতের ঘাস চাষ বিষয়ক লিফলেট ও ফোল্ডার বিনামূল্যে প্রদান করা হয়।
প্রতিবেদনকারী
(মো. খাদেমুল ইসলাম)
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,
আঞ্চলিক অফিস, ঢাকা।