সামছুল আলম (১৯/০২/২৪)
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর (৬.১) অনুযায়ী দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯.০০ ঘটিকায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মশালা চলে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা,কুমিল্লা, রাজশাহী ও বরিশাল আঞ্চলিক অফিসের মোট ২৭ (সাতাশ) জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো. আব্দুর রহমান। এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে স্মার্ট সিটিজেন,স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনোমি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগুলো আছে সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
এছাড়া দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও (উপসচিব) ডা. অমিতাভ চক্রবতী ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)- এর সিস্টেম এনালিস্ট ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম । তাঁরা দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কর্মপরিকল্পনা তৈরি করতে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালার সমাপনী পর্বে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর প্রশিক্ষণের প্রশিক্ষক ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
০১৭৪৬ ৭৪৯০২০
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মশালা অনুষ্ঠিত
৪২
previous post