ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার)ঃ
‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮/০২/২৪) দুপুর ১২.৩০ টায় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এবার “জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪” আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ এ সাত দিন পালনের সিদ্ধান্ত গৃহীত হয় সভায় ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. আব্দুর রহমান এমপি’র সভাপতিত্বে সভায় এবারের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয়, চাঁদপুর সদর উপজেলার মোলহেড-এ । ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী ১১ মার্চ শুরু হবে এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ।
সভায় মন্ত্রী বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র, মাছের আড়ৎ এবং বাজারসহ জনাকীর্ণ স্থানে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম । এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শন ও আড়তে “মোবাইল কোর্ট ” অভিযান পরিচালনা করা হবে। মন্ত্রী আরো বলেন, এ উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে নৌকা বাইচ, হাডুডু, সাঁতার ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং জাটকা সমৃদ্ধ এলাকায় ভিডিও চিত্র প্রদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি মৎস্যজীবী ও জেলে পল্লীতে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে পথ নাটক, আঞ্চলিক ও লোক সংগীত পরিবেশন করা হবে। তাছাড়া জাটকা রক্ষায় জেলা-উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ,জননিরাপত্তা বিভাগ,পানি সম্পদ মন্ত্রণালয়,অর্থ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়,বাংলাদেশ কোস্ট গার্ড, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি,বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪’ কে সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলেই সুচিন্তিত মতামত প্রদান করেন।
সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
০১৭৪৬৭৪৯০২০