১৭
মো.আল আমিন(কুমিল্লা)
১৪.০৩.২৪তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস,কুমিল্লার পক্ষ থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে প্রচার ও প্রচারনার লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কুমিল্লা জেলার পদুয়ার বাজার, বিশ্বরোড মাছের বাজার, টমছম ব্রিজ মাছের বাজার,শাসনগাছা মাছের বাজার,রানির বাজার, কান্দিরপাড় মাছের বাজার, রাজগঞ্জ মাছের বাজার মৎস্য আড়ৎ, মাছ ব্যবসায়ী এবং জনবহুল গুরুত্বপূর্ণ স্হানে স্থানীয় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর প্রধান দপ্তর কর্তৃক প্রকাশিত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
প্রতিবেদনকারীঃ
মো.আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস,কুমিল্লা।