পোলট্রি খামারে হিট স্ট্রেস দেখা দিলে যে কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখতে হবে। আমাদের দেশে বর্তমানে পোলট্রি তথা মুরগি পালন লাভজনক হওয়ায় অনেকেই খামার গড়ে তুলে স্বাবলম্বী হয়েছেন। তবে গরমের দিনে খামারে হিট স্ট্রেস দেখা দিতে পারে। চলুন আজকে জানবো পোলট্রি খামারে হিট স্ট্রেস দেখা দিলে যে কাজগুলো অবশ্যই করতে হবে সেই সম্পর্কে-
পোলট্রি খামারে হিট স্ট্রেস দেখা দিলে যে কাজগুলো অবশ্যই করতে হবেঃ
১। হিট স্ট্রেস চলার সময় পোলট্রি খামারের পরিবেশ ঠাণ্ডা রাখার জন্য চারপাশের পর্দা সরিয়ে ফেলতে হবে এবং খামারের ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
২। মুরগির খাদ্য প্রদানের শিডিউল আগের মতো আর রাখা যাবে না। হিট স্ট্রেস চলার সময় কোনভাবেই মুরগিগুলোকে খাদ্য প্রদান করা যাবে না। আবার বন্ধ রাখা খাদ্য শিডিউল চালুও করা যাবে না।
৩। সম্ভব হলে খামারের ছাদ বা চালের উপরে পানি ছিটিয়ে দিতে হবে। এছাড়াও তাপ কমানোর জন্য খামারের ছাদে বস্তা বা গাছের পাতা বিছিয়ে দেওয়া যেতে পারে।
৪। মুরগিগুলোর সামনে সব সময় বিশুদ্ধ ও ঠাণ্ডা পানির ব্যবস্থা রাখতে হবে। কোনভাবেই পানি প্রদানে অবহেলা করা যাবে না। কিছু সময় পর পর পাত্রের পানিগুলো পরিবর্তন করে দিতে হবে।
৫। কোন কারণে মুরগি অসুস্থ হয়ে গেলে রেস্ট্রিকশান কমিয়ে দিতে হবে। তবে তা একবারেই বন্ধ করে দেওয়া যাবে না।
সূত্র: আধুনিক কৃষি খামার।