সিলেটের কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১শ’ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। জেলের কাছ থেকে মাছটি কিনে এনে বাজারে ব্যবসায়ী দাম হাঁকছেন লাখ টাকা।
সোমবার দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি তোলা হলেও সন্ধ্যা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি। মঙ্গলবার মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মাছবিক্রেতা মো. আলাউদ্দিন।
মাছবিক্রেতা নগরীর ছড়ারপাড়ের মো. আলাউদ্দিন জানান, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে বিশালাকার বাঘাইড় মাছটি ধরা পড়ে। খবর পেয়ে তিনি মাছটি জেলের কাছ থেকে ৬০ হাজার টাকা দামে কিনে বাজারে তোলেন। বাজারে এনে মাছের দাম ১ লাখ টাকা চান তিনি। তবে একসাথে পুরো মাছটির ন্যায্য মূল্য না পাওয়ায় মঙ্গলবার সকালে মাছটি কেটে কেজি দামে বিক্রি করা হবে বলে জানান তিনি।
বিক্রেতা আলাউদ্দিন জানান, কেটে বিক্রি করা হলে মাছটি ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হবে। এর আগেও বড় বড় বাঘাইড় মাছগুলো ওইরকম দামেই কেটে বাজারে বিক্রি হয়েছে। সবমিলিয়ে মাছটি বিক্রি করে তিনি ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পাবেন বলে আশা করছেন। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন