অবিশ্বাস্য হলেও সত্যি যে, একটি ছাগল একসাথে ৬টি বাচ্চা জন্ম দিয়েছে। অস্বাভাবিক এই ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘটেছে। ৬ বাচ্চা জন্ম দেওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের ও বিভিন্ন এলাকার উৎসুক জনতা ছাগলের মালিকের বাড়িতে ভীড় করেছে।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরের কয়লাদিয়াড় গ্রামের সাদিকুল ইসলামের পালিত ছাগলটি গত বৃহস্পতিবার বিকেলে একসাথে ৬টি বাচ্চা প্রসব করে। ঘটনাটির খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে যায়। খবর শোনা মাত্র অনেক মানুষ এক নজর দেখতে ভীড় করেন।
ছাগলের মালিক সাদিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার ছাগলের বাচ্চা হওয়ার সম্ভাবনা দেখা দিলে বিকেলের দিকে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাই। সেখানেই ছাগলটি একে এক ৬টি বাচ্চার জন্ম দেয়। পরে ছাগলটি ও বাচ্চাগুলো সুস্থ্য আছে বলে জানায় চিকিৎসক।
স্থানীয়রা বলেন, একটি ছাগল দুটো বা তিনটি বাচ্চা দেয়। কিন্তু একসাথে ৬টি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা আগে কখনো শুনিনি বা দেখিও নি।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী বলেন, ছাগলটির মালিক সকালে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসলে আমরা পরিক্ষা করে বুঝতে পারি যে ছাগলটি সাধারণ ছাগলের মতো নয়। আমাদের মেডিকেল টিমের পর্যবেক্ষনে বিকেলে ছাগলটি ৬টি ছাগলের জন্ম দেয়। বর্তমানে ছাগলটি ও বাচ্চাগুলো সুস্থ্য রয়েছে।